শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের আনন্দঘন এক বিকেল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২১
news-image

স্টাফ রিপোটার:
অন্যরকম আনন্দঘণ একটি বিকেল উপভোগ করলো ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের গ্রুপের বন্ধুরা। কেক কেটে ও পুরস্কার বিতরণের মাধ্যমে ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

কুমিল্লার ধর্মসাগরপাড়ে শুক্রবার (২০ আগস্ট) বিকেলে এই গ্রুপের সকল বন্ধুরা একত্রিত হয়ে আনন্দে মেতে উঠে। দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুরা সেই সময় লাইভে যোগ দিয়ে এক সাথে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা মেহেদী, সিনথিয়া, হাবিবা লিপি, কাউন্সিলর প্রার্থী সফুরা সুলতানা এনি,ইয়াসমিন, শেখ মেহেদী, মামুন, টগর, ফরহাদ,কাজী সাইফুল, ইমরান, এড.সাইফুল, ফারুক, ডা: রুপম,ইঞ্জি:মেহেদী, জাকির হোসেন মিতা,টুটুল মজুমদার, বশির আরিফ, নুরুল ইসলাম, জাহিদ, জালাল,আলামীন,উজ্জ্বল পালসহ আরো অনেক বন্ধু।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ ইনভাইটকারী হিসেবে ইঞ্জি: মেহেদী হাসান, সর্বোচ্চ জয়েন্টকারী হিসেবে মাওলানা সাইফুল ইসলাম তারেক, কাউসার হামিদ ও এম এইচ নোমান পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানটি পরচালনা করেন  জাপান প্রবাসী বন্ধু ওমর ফারুক ।  অনুষ্ঠানে স্পন্সর করেন আল কবির হোসেন, সালাউদ্দিন ভূঁইয়া সাবিল, ফরহাদ উদ্দিন, উজ্জ্বল পাল, জাকির হোসেন মিতা।

সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের সংগঠক মোঃ ফরহাদ উদ্দিন ।

আর পড়তে পারেন