শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়াল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭ জনে। নতুন করে আরও ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪৬ জনে। শনাক্তের হার ৩১ দশমিক ১৪ শতাংশ।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৫৬২টি নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ২৭ জন, হাতিয়ায় ১ জন, বেগমগঞ্জে ৩৮ জন, চাটখিলে ২৪ জন, সোনাইমুড়ীতে ২৯ জন, সেনবাগে ১৮ জন, কোম্পানীগঞ্জে ২৬ জন এবং কবিরহাটে ১২ জন রয়েছেন। এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৪৬ জন। যার মধ্যে সদরে ৫ হাজার ৫৮৫ জন এবং বিভিন্ন উপজেলার ১০ হাজার ৪৬১ জন রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৮৭ জনের। যার মধ্যে সদরের ৩৪ জন আর বিভিন্ন উপজেলার ১৫৩ জন রয়েছেন

আর পড়তে পারেন