শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের বিশাল প্রীতিভোজের আয়োজন !

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

চলমান করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে দেশে সরকারের দেওয়া লকডাউন চলছে। লকডাউনের বিধিনিষেধকে উপেক্ষা করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রায় দেড়   হাজার স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সুশিল ব্যক্তিদের নিয়ে ঈদ উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করেছে।

শনিবার দুপুরে দেবিদ্বারের নবিয়াবাদ গ্রামে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলে এ প্রীতিভোজ। এ নিয়ে সচেতন মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

করোনা সংক্রমণ ঠেকাতে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারী করে সরকার। সেখানে একটি দফায় বলা আছে বিয়ে, জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে কোনরকম জনসমাগম করা সম্পূর্ন নিষেধ। সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় দেড় হাজার স্থানীয় রাজনৈতিক,ব্যবসায়ী ও সুশিল ব্যক্তিদের নিয়ে বড় পেন্ডেল করে ধুমধাম করে খানাপিনা করানো হয়। খানাপিনা পরিবেশনকারী সদস্যদের কারও মুখে ছিল না মাস্ক। মানা হয়নি কোনো ধরণের স্বাস্থ্যবিধি।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।

আর পড়তে পারেন