বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৪, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকাল সোয়া ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুমিল্লার চান্দিনার গল্লাই গ্রামের ইয়াছিন (২৩), একই উপজেলার পানিপাড়া গ্রামের হাবিবা রহমান (৩৫), দেবীদ্বারের ধামতি গ্রামের শাহ আলম (২৫), তিতাস উপজেলার জগৎপুর গ্রামের নূরুল ইসলাম (৪০), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাইছাড়া গ্রামের জামাল উদ্দিন (৪০), রংপুর সদর থানাধীন মাহমুদুল হাসান (১৮), তারাগঞ্জ উপজেলার দক্ষিণ হাজিপুর গ্রামের সহিদুল ইসলাম (৩৫), তার ছেলে সুমন (১৭), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ধারাপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (১৮), মধ্যরাজী গ্রামের মিন্টু রহমান (৩২), ব্রাহ্মণপাড়া গ্রামের রাজু (৩২), নোয়াখালী চাটখিল উপজেলার হাসান (২৪) সহ আরও অন্তত ছয় জন।

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের মো. হানিফ সওদাগর (৪৫), লালমনিরহাট জেলার আজিমমাড়ি থানাধীন পশ্চিমবর্ডার ঢেকুরগাড়ি গ্রামের সুমন মিয়া (২৫),

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আকলিমা ট্রান্সপোর্ট নামের একটি বাসকে নোয়াখালীর চাটখিলগামী কে কে ট্রান্সপোর্টের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় সামনে থাকা আকলিমা ট্রান্সপোর্টের বাসটি ছিটকে মহাসড়কের পাশে আশা জুট মিলের প্রধান ফটকটি ভেঙ্গে অনেকটা ভিতরে ঢুকে যায়।

দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিত ২টি বাস থেকে আহতাবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) রিপন জানান, অতিরিক্ত গতির কারণেই মূলত এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন