বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুবি, শুরুতেই স্নাতকোত্তর

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০২১
news-image

 

কুবি প্রতিনিধিঃ

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এক্ষেত্রে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়েই শুরু হবে পরীক্ষা কার্যক্রম।

রোববার বিকেলে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সশরীরে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, পরীক্ষা কমিটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা। প্রতি ভবনে সকালে ও বিকালে একটি করে পরীক্ষা হবে। তবে স্নাতকের পরীক্ষা পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।

এর আগে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে।

পরবর্তীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন আবারও স্থগিত করা হয়।

আর পড়তে পারেন