শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০১৭
news-image

 

আশিকুর রহমান সোহেলঃ

কুমিল্লার হোমনা উপজেলায় অপহরনের ৫ দিন পর জাহিদ হাসান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ ।

নিহত জাহিদ হাসান উপজেলার দুলালপুর ইউনিয়ন সাত লেজি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ।

বুধবার (৮ নভেম্বর) দিনগত রাত ১২ টায় উপজেলার দুললাপুরের চঁন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকি থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করা হয়।

হোমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, জাহিদ হাসান গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজির পর পরিবারের পক্ষ থেকে ৫ নভেম্বর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

জাহিদ হাসান নিখোজের দু’দিন পর মোবাইল ফোনে কল করে তার পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।

এ বিষয়টি পুলিশের কাছে জানালে পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করে। অপহরনকারি তিনজন হলো- জিহাদ, এমদাদ, খায়রুল।

তাদের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দি অনুযায়ী বুধবার রাতে দুললাপুরের চঁন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকি থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আর পড়তে পারেন