শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ বছরের স্বাধীন রাষ্ট্রে – এমন চিকিৎসা ব্যবস্থা দুর্ভাগ্যজনক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০২০
news-image

 

ফেসবুক  থেকে:

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার দিকে রহস্যময় কারনে সকল সরকারই অমনোযোগী ছিলেন।হাসপাতাল গুলোকে বিশ্বমানের করার কোন চিন্তা বা প্রচেষ্টা ছিলনা কোন আমলেই !!

জেলা পর্যায়ের সরকারী হাসপাতালে ICU , CCU , NICU থাকেনা । সিটি স্ক্যান মেশিন থাকেনা ! এক্সরে মেশিন সব সময় নষ্ট থাকে , প্যাথলজির উপর কারো আস্তা নেই !

টেকনাফে বা তেতুলিয়ায় কেউ এক্সিডেন্ট করে মাথায় আঘাত পেলে তাকে ঢাকায় নিতে হতো সিটি স্ক্যানের জন্য !

মাত্র কয়েক বছর আগেও এমনই ছিল , ইদানীং কিছু বে-সরকারী সিটি স্ক্যান বিভিন্ন জেলায় হয়েছে !! তবে সরকারী কোন হাসপাতালে নাই !

দেশে মোটামুটি সক্ষমতা আছে এমন কেউ চিকিৎসা করাতে চায়না । আমাদের নায়ক মান্না মরেই গেলেন তবুও হার্টের চিকিৎসা দেশে করালেনই না !!

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত দশ সজ্জার ICU , CCU , সিটি স্ক্যান , এক্সরে এবং ভালো ল্যাবরেটরি সুবিধা করতে কতো ব্যয় হবে ?? সব মিলে দশ কোটিও ব্যয় হবেনা ।

৪৬০ উপজেলা এবং ৬৪ জেলা সদর , অর্থাৎ ৫২৪ টি হাসপাতালে ১০ কোটি করে খরচ করলে মোট খরচ হবে ৫ হাজার ২শ ৪০ কোটি টাকা !!

একটা সাবেক মন্ত্রীকে গ্রেফতার করলেইত এ টাকা পাওয়া যায় !! তাহলে , আমাদের হাসপাতাল গুলো কেন উন্নত হচ্ছেনা !!

বাংলাদেশের বহু জিকে শামিমের কাছে , কিংবা নকল N95 মাস্কের মালিকের কাছে , এর চাইতে বেশী অবৈধ টাকা আছে।

একটা বিদ্যুৎ এর মিটার রিডারের টাকা দিয়ে দশটা হাসপাতাল আধুনিক করা যায় , মিটার রিডারের কাছেও ১শ কোটি টাকা থাকে !!

আমাদের রাষ্ট্র গরীব হলেও , নেতারা কেউ গরীব না । নেতাতো দুরের কথা , পাপিয়া’রাও এখন শত কোটি টাকার মালিক ! তাহলে হাসপাতাল গুলোর এতো বেহাল দশা কেন ??

চিকিৎসার জন্য গ্রামের মানুষ শহরে , শহরের মানুষ রাজধানীতে , রাজধানীর মানুষ বিদেশে যাওয়া কবে বন্ধ হবে ??

করোনাভাইরাস না আসলে চিকিৎসা ব্যবস্থার প্রকৃত অবস্থা নিয়ে কোন আলোচনাই হতোনা ! করোনা আমাদের চোখ এবং চিন্তা খুলে দিয়েছে , সব কিছুরই ভালো দিক আছে !!

লেখক:

আনিছুর রহমান মিঠু

রাজনীতিবিদ ও আইনজীবি ,কুমিল্লা।

আর পড়তে পারেন