শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৯ লাখ টাকা আত্মসাতে মামলায় কুমিল্লা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দুদকের দায়ের করা ৩৯ লাখ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার রায় দিয়েছে কুমিল্লার আদালত  ।

বুধবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্ত হারুনুর রশিদ বরিশালের মুলাদী উপজেলার চর বিজলী গ্রামের বেলায়েত হোসেন খানের ছেলে। তিনি সর্বশেষ ঢাকা এলজিইডির সদর দফতরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানালেন, হারুনুর রশিদ কুমিল্লা এলজিইডির ল্যাবরেটরি নির্মাণ সামগ্রী পরীক্ষার আদায় করা ফির ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ঢাকা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৩ সালের ২২ আগস্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে  ঢাকা দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন।

আজ দুপুরে আদালত হারুনুর রশিদকে সাজা প্রদানের রায় দিয়ে  কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন দুদকের পিপি আশফিকুর রহমান। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আবদুল মমিন ফেরদৌস এবং তাইফুর আলম।

০১৬৭৬-৩২৭৫০৪

আর পড়তে পারেন