শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪ ঘন্টায় কুমিল্লায় চিকিৎসকসহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লায় নতুন করে আজ  বুধবার  (১৫ এপ্রিল) ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চান্দিনায় ৩ জন, দাউদকান্দিতে ৩ জন, তিতাসে ২ জন, বরুড়ায় একজন,হোমনায় একজন, বুড়িচংয়ে একজন ও চৌদ্দগ্রামে একজন নতুন ক‌রে ক‌রোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন ।

চান্দিনার ধানসিঁড়ি ও মহারং এলাকায় করোনায় ৩ জন সনাক্ত হয়েছে। এর আগের দিন একজন হয়েছিলেন। ফলে চান্দিনায় মোট সনাক্ত হয়েছেন ৪ জন।

বরুড়া উপজেলায় ফেরদাউস (২৭) নামের একজন নারীর করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। দুপুরে স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত নারী উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের কেমতলী গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, ওই নারী গত দিন পূর্বে ঢাকা মিরপুর বোনের বাড়ি থেকে তার বাবার বাড়িতে আসেন। পরে পাশের দুই বাড়িতেও নারী বিভিন্ন প্রয়োজনে যান। তার পরিবারের বাবা ও ভাই ও পাশের দুই প্রতিবেশীর পরিবারের লোকজনও প্রয়োজনে অপ্রয়োজনে বরুড়া বাজারসহ বিভিন্ন হাটে বাজারে ও কর্মস্থলে যাতায়াত করেন।

চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চাঁন্দিশকরা গ্রামে আমিনুল ইসলাম নামে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এছাড়া তিতাসে আরো ২  হন, হোমনা , বুড়িচংয়ে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

আর পড়তে পারেন