শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ বছর আগের মামলায় সাইফের নামে নোটিশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১২, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :

একটি ব্ল্যাকবাক হরিণ মারার জন্য বলিউড তারকা সাইফ আলী খানের নামে নোটিশ পাঠিয়েছেন ভারতের যোধপুরের হাইকোর্ট। যদিও এই মামলায় স্থানীয় আদালতে বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। শুধু সাইফই না, এ মামলার নোটিশ পেয়েছেন অভিনয়শিল্পী সোনালি বেন্দ্রে, টাবু, নীলম কোঠারি ও সুশান্ত সিং।

নিম্ন আদালতে খালাস পেলেও হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয় সরকারের পক্ষ থেকে। সম্প্রতি টুইটারে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, অবৈধভাবে ব্ল্যাকবাক শিকারের দায়ে যোধপুর হাইকোর্ট নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, নীলম কুঠারি, টাবু ও সুশান্ত সিংয়ের নামে নোটিশ পাঠিয়েছেন।

অবৈধ অস্ত্র রাখা ও বিরল প্রজাতির একটি ব্ল্যাকবাক হরিণ শিকারের দায়ে কারাগারে যেতে হয় বলিউড তারকা সালমান খানকে। তবে তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার যে অভিযোগ উঠেছিল, আদালতে সেটি প্রমাণিত হয়নি।

আর পড়তে পারেন