শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনা করে হাইমচরে স্বেচ্ছাসেবকলীগের মিলাদ ও দোয়া

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৮
news-image

মোঃ ইসমাইলঃ
হাইমচর উপজেলায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনা করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আঃ ছাত্তার গাজীর উদ্যোগে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করে।

গত ২১ আগষ্ট বাদ আছর হাইমচর উপজেলার উত্তর পূর্ব গন্ডামারার মক্তব জামে মসজিদের ২১ আগষ্ট শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পূর্বক আলোচনা সভায় মসজিদের খতিব গন্ডামারা এ বি এস ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আঃ ছাত্তার গাজী বলেন, ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনার উপর যারা হামলা চালিয়েছে তাদের রাষ্ট্রিয়ভাবে আইনের আওয়াতায় এনে শাস্তির প্রদানে দাবি করেন। জননেত্রী শেখ হাসিনাকে বাচাঁতে হাইমচর এর কৃতি সন্তান কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য শহীদ আঃ কুদ্দুছ পাটওয়ারী তাজা রক্ত দিয়েছেন । ২১ শে গ্রেনেড হামলায় আঃ কুদ্দুছ সহ যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এসময় অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বেপারী সহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়ায় প্রায় ৩ শতাধিক মুসুল্লিগন উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন