শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী পর্তুগাল-স্পেন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৮, ২০২০
news-image

স্পোর্টস ডেস্কঃ

প্রীতি ম্যাচ খেলার দিনে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনে আগ্রহের কথা জানিয়েছে পর্তুগাল-স্পেন। টুর্নামেন্ট আয়োজনে একসঙ্গে মাঠে নামবে তারা। বুধবার পর্তুগালের লিসবন শহরে অনুষ্ঠিত ওই ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র হয়েছে। একইদিন দুই দেশের ফেডারেশন বিশ্বকাপ ২০৩০ আয়োজনের বিষয়ে চুক্তি অনুমোদন করে।

প্রীতিম্যাচে পর্তুগালের নেওয়া দু’টি শট ক্রসবারে না লাগলে ফলাফলটা অন্যরকমও হতে পারতো। দ্বিতীয়ার্ধে রোনালদো এবং রেনেতো সানচেজের শটে বাধা হয়ে দাঁড়ায় স্পেনের গোলপোস্ট। তবে তার আগে প্রথমার্ধে পর্তুগিজদের ওপর ছড়ি ঘোরায় স্প্যানিশরা। কিন্তু লিডস ইউনাইটেডের রদ্রিগো-দানি ওলমোরা সুযোগ কাজে লাগাতে পারেননি।

উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে ২০২২ সালে এর প্রক্রিয়া শুরু করে দেবে ফিফা। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। তার চার বছর পর বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

আর পড়তে পারেন