বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা, ৩১ আগস্ট হজ্ব

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৩, ২০১৭
news-image

 

সাগর চৌধুরী ঃ

সোমবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে । কাল বুধবার হিজরী জেলহজ মাসের প্রথম দিন । সে হিসাবে আগামী ১ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল আযহা।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্যানুযায়ী সুপ্রিম কোর্ট ১ সেপ্টেম্বর ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানায় সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্হা এসপিএ। সে হিসেবে আগামি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র হজ।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এছাড়া উত্তর আফ্রিকান দেশসমূহ – লিবিয়া, লেবানন, মরোক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সিঙ্গাপুরও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

এদিকে সৌদিআরবের সাথে মিল রেখে ১ সেপ্টেম্বর চাঁদপুরের অন্তত ৪০ গ্রামের মুসলমান বাসিন্দারা ঈদুল আযহার নামাজ আদায় এবং পশু কোরবানি করবে।

আর পড়তে পারেন