শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০১৯
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ। শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড.এস.জে.আনোয়ার জাহিদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা  যায়, ১৭ ও ১৮ এ দুইদিন বিশ্ববিদ্যালয়ের কমনরুমে আন্তঃক্রীড়া, ১৯ ফেব্রুয়ারি পিডিবি হাই স্কুল মাঠে বহিঃক্রীড়া অনুশীলন, ২০ ফেব্রুয়ারি আলেখারচর নিকটস্থ জমজম হোটেল ও রিসোর্ট সেন্টারে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি শুর করে তা টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার মাধ্যমে দিবসের কর্মসূচী শেষ হবে। সর্বশেষ ২২ তারিখে শুক্রবার ৮ টা থেকে শুরু হবে পিডিবি হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী , অভিভাবকমন্ডলী, শিক্ষক-কর্মচারিসহ সবাইকে কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।