শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭৫ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৭
news-image

 

স্পোর্টস ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে টস জেতে ব্যাটিংয়ে নামে খুলনা টাইটান্স। আর খেলতে নেমে উড়ন্ত সূচনা ছিল রিয়াদদের। ৬ ওভারে স্কোর বোর্ডে জমা হয় ৫৫ রান। ওপেনার নাহমুল হোসেন শান্ত ছিলেন আগ্রাসী। ৪টি চার ও ২টি ছয়ে ২১ বলে তুলে ফেলেন ৩৭ রান। উল্টো দিকে সঙ্গী ক্লিঙ্গার ছিলেন ধীর-স্থির। নাজমুলকে ৩৭ রানেই বোল্ড করে এই আগ্রাসন থামান আল আমিন। এরপর ক্লিঙ্গারও থিতু হতে পারেননি।

স্কোর বোর্ডে কিছু রান জমা করে দলীয় ৮৭ রানে সলোমন মিরের বলে তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার স্কোর ছিল ২৮ বলে ২৯ রান। তার বিদায়ের পর রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নিকোলাস পুরান। যদিও খুব বেশি মেরে খেলতে পারেননি অধিনায়ক। ২৩ বলে ২৩ রান তোলার পরই উইকেটের পেছনে আল আমিনের বলে ক্যাচ দিতে বাধ্য হন মাহমুদউল্লাহ। ততক্ষণে স্কোর ছিল ৯৫ রান। এরপর ১০৩ রানে ফিরে যান পুরানকে স্টাম্পড করেন শোয়েব মালিক।

মাঝে রানের চাকা কিছুটা ধীর গতির হলে শেষ দিকে গতি বাড়ান ব্র্যাথওয়েট ও আরিফুল হক। তাদের ব্যাটে ভর করেই মোট স্কোরের শেষ ফিফটি আসে ২৬ বলে। ব্র্যাথওয়েট দুর্ভাগ্যজনকভাবে রান হওয়ার আগে ১২ বলে করেন ২২ রান। যাতে ছিল ৩টি চার ও একটি ছয়।

অপরদিকে শেষ বলে ফিরে যাওয়ার আগে ২১ বলে ৩৫ রান করেন আরিফুল। যেখানে ছিল ৪টি চার ও একটি ছয়। এছাড়া বেনি হাওয়েল ৩ বলে ২ চারে অপরাজিত থাকেন ৯ রানে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে খুলনা।

কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন আল আমিন। একটি করে নেন শোয়েব মালিক ও সলোমন মির।

ইতোমধ্যে দুই দলই নিশ্চিত করেছে পরের পর্ব। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা আর তৃতীয় স্থানে খুলনা।

আর পড়তে পারেন