শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
১৫আগষ্ট’ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিন ব্যাপি কর্মসূচি গ্রহন ও বাস্তবায়নের প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে শোক র‌্যালী, আলোচনাসভা, চিত্রংকন, রচনা প্রতিযোগিতা ছাড়াও সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্টান ও শিক্ষা প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলন নিশ্চিত করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্টানে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রস্তুতি সভায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি এসএম কেরামত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পোষ্টার ও ব্যানার করার ব্যাপারে ১৫ আগষ্টে শহিদ হওয়া ব্যাক্তিদের ছবি ছাড়া অন্য কোন ছবি ব্যবহার না করার ব্যাপারে প্রস্তাব করা হলে তা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন সিদ্ধান্ত গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে জাতীয় শোক দিবসটি সঠিক ভাবে পালন করা হয় কিনা তা মনিটরিং করা এবং ব্যানার ফেস্টুনে ওইদিন শহীদ হওয়া ব্যাক্তিদের ছবি ছাড়া অন্য কোন যাতে ব্যবহার না করা হয় তার জন্য এবারই প্রথম তিন সদস্যের ভিজিল্যান্স টিম গঠন করা হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অরবিন্ধ বিশ্বাস, কুমিল্লা উল্টর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, মডেল থানার ওসি মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরীসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকগণ।

আর পড়তে পারেন