শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ এপ্রিল থেকে ‘কঠোর’ লকডাউন শুরুর আগ পর্যন্ত বহাল থাকবে চলমান লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

চলমান লকডাউন রোববার শেষ হওয়ার কথা থাকলেও ১৪ এপ্রিল থেকে ‘কঠোর’ ও ‘সর্বাত্মক’ লকডাউন শুরুর আগ পর্যন্ত তা বহাল থাকবে।

রবিবার (১১ এপ্রিল) নিজ বাসভবনে থেকে ​নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার থেকে দেশজুড়ে ‘কঠোর’ ও সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে সোম ও মঙ্গলবার কী হবে, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এরপর বুধবার (৭ এপ্রিল) থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার।শুক্রবার (৯ এপ্রিল) থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা জন্য বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

আর পড়তে পারেন