শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপের মিশন শুরু মেসির

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সের এই ম্যাচের ওপর গোলটি করেন বদলি হিসেবে খেলতে নামা সার্জিও আগুয়েরো। এ ম্যাচ দিয়ে জাভিয়ের জেনিত্তির পর আলবিসেলেস্তেদের জার্সিতে রেকর্ড ১৪৩তম ম্যাচে খেলতে নামেন জাভিয়ের মাসচেরানো।

এদিন অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে মাঠে নেমে ১৭ মিনিটেই গোল পান বার্সেলোনার ফরোয়ার্ড মেসি।  পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে দেন দলকে।প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইনরা। বিশেষ করে জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন দুটি সুযোগ মিস করেন।

হাইতির বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের গোল পায় আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষের গোলকিপারের সামনে থেকে ট্যাপ ইন এ গোল দেন পাঁচবারের ব্যালন ডি’অয় জয়ী।  ৮ মিনিট পর ফের গোল করে হ্যাটট্রিক করেন বার্সা তারকা।

চলতি মৌসুমে কাতালানদের জার্সিতে দুর্দান্ত ফর্মে ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। স্প্যানিশ দলটির হয়ে ৪৫টি গোল দিয়েছেন। নিজের ১২৪তম আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে ৬৪টি গোল করলেন মেসি।

এদিকে ৬৭ তম মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোকে দিয়ে গোল করান মেসি। শেষ পর্যন্ত ৪-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি।

২০১৮ সালের ফুটবলের মহাযজ্ঞে গ্রুপ ‘ডি’ তে রয়েছে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। ১৬ জুন মূল আসরে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ইসরায়েলের মাটিতে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনা শিবিরের।

আর পড়তে পারেন