শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনাঃ
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ভার পপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, এস আই অহেদ মুরাদ।

এছাড়া এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া, মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আবদুল কাইয়ুম,হোমনা খাদিজা মেমোরিয়াল বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি ও জালাল উদ্দিন পাঠান,সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী,মো. রাহিদ হাসান দাদন সহ বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দে সময় উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন