শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০২১
news-image

 

মো: আতিক,হোমনা:

মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯ হাজার ৯০৪ টি ঘর বিতরণ উদ্বোধন করেন।

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও গ্ৰামের দিনমজুর হালিমের হাতে প্রধান মন্ত্রীর উপহার একটি গৃহের সনদসহ পর্চা তুলে দেন কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

অনুষ্ঠানে ইউএনও রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, এ্সল্যিান্ড তানিয়া ভূঁইয়া, ওসি মো. আবুল কায়েস আকন্দ, পিআইও মোহাম্মদ নাহিদ আহাম্মদ জাকির,পল্লী বিদ্যুতের ডিজিএম আজিজুর রহমান সরকার, ৭১ এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে,উপজেলায় প্রথম পর্যায়ে জমি আছে ঘর নাই এমন ১২৯ জনকে ঘর নির্মান করে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ভূমিহীনও গৃহহীন ৩৩ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

আর পড়তে পারেন