মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০১৭
news-image

 

মো. শাহ আলম, হোমনা।।
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২-তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, হোমনা পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

OLYMPUS DIGITAL CAMERA

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার, যুবঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী শহিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, আ’লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদ মেরী, বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান প্রমুখ।
শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত কাঙালীভোজ, মিলাদ মাহফিলের তদারকি ও এতিম-দুস্থদের মাঝে তাবারুক বিতরণ করেন। এসময় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগসহ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন