শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোাধে ব্র্যাকের সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

মো. শাহ আলম, হোমনা ঃ
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক হোমনা শাখার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। ইউএনও কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক তৈহিদুর রহমান, উপজেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, এরিয়া ব্যবস্থাপক এনামুল হাসান, স্থানীয় এনজিও শাজেদা ফাউন্ডেশনের ব্যবস্থাপক তুহিন উদ্দিন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও ফিল্ড অফিসার মো. মাসুদ রানা প্রমুুখ।

আর পড়তে পারেন