বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় কর্মহীনদের মাঝে ডিসি নূরুল আমিন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ ‌

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০২০
news-image

 

মোঃ আতিক, হোমনাঃ

মরনঘাতি করোনা ভাইরাসের সতর্কতায় সারাদেশে ১০ দিনের ছুটির ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে গরীব-দুঃস্থ কর্মহীন শ্রমজীবী অসহায় দিনমজুর মানুষগুলো। সামাজিক বা ব্যক্তিগত উদ্যোগে এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এভাবেই কুমিল্লা হোমনায় নিলখী ইউনিয়ন বাবরকান্দি গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ডিসি নুরুল আমিন ফাউন্ডেশন ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় ডিসি নুরুল আমিনের ছেলে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো: তারিকুল আমিনের সার্বিক সহযোগিতায় বাবরকান্দি নিজ বাড়িতে ৪০০ টি পরিবারের মাঝে ২ টন চাল, ৪০০ কেজি ডাল, ৮০০ কেজি আলু, ৪০০ কেজি তৈল, ৪০০ কেজি লবন ও ৪০০ টি সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো: ফজলুল করিম, পৌর মেয়র এ্যাড. মো: নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারমান মো: মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী মো.ইলিয়াস, ইউপি চেয়ারম্যান মো. খন্দকার জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোকবুল হোসেন মুকুল, মো:আবদুল মান্নান সরকার, বাবরকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহরাব হোসাইন শাকিল, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার,সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আহমেদ,সহ-সভাপতি তোফায়েল আহমেদ হিমু ও মো. জাকির হোসেন মাষ্টারসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

ফাউন্ডেশনের পরিচালক বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো: তারিকুল আমিন বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় মরনঘাতী করোনা ভাইরাসের কারনে যারা গৃহবন্দী এবং কর্মহীন অসহায় তাদের পাশে দাঁড়িয়েছি। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

আর পড়তে পারেন