শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনার নারী যেভাবে করোনায় আক্রান্ত হলেন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় প্রথমবারের মতো এক নারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় এটি প্রথম করোনা রোগী বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম।আক্রান্ত মহিলা উপজেলার দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের দুলু হাজীর স্ত্রী ফাহিমা আক্তার।

করোনা আক্রান্ত রোগী ঢাকা মিরপুরে থাকতেন । ১৪ দিন আগে গ্রামের বাড়িতে আসেন । তার দেহে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ । বুধবার বিকালে এদের রিপোর্ট পাওয়া গেছে। এতে পুরুষ রোগীর রিপোর্ট নেগেটিভ আসলেও নারী রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে। হোমনা সদরের গাজী ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার কারনে সেই ডায়গনস্টিক সেন্টারকেও লকডাউন করা হয়েছে।

এ ঘটনায় পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা মঙ্গলকান্দি গ্রামে উপস্থিত হয়ে গ্রামকে লকডাউন ঘোষনা করেন এবং বাকি সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
এ সময় হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন