বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনার কৃতি ‘আলোর’ আলোকচ্ছটা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

 

মো. শাহ আলম, হোমনা ঃ
সদ্য প্রকাশিত ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে কৃতি আলো’র আলোকচ্ছটার উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র। এর উজ্জ্বলতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও। শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খীসহ অনেকেই। শিক্ষা জীবনের প্রতিটি শাখায় ছিল যার অসামান্য কৃতিত্বের স্বাক্ষর। কুমিল্লা হোমনার কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে সব বিষয়ে জিপিএ ৫ এবং ঢাকার ভিকারুননেছা নুন কলেজ থেকে এইচএসসিতে একই ফলাফল অর্জন করেন। মানবসেবার অদম্য ইচ্ছা নিয়ে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস পাস করে একজন সফল ডাক্তার হবার স্বপ্ন পূরণেও এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। এর চূড়ান্ত ফলাফলেও দেখিয়েছেন চমক। এতে তার প্রথম পচ্ছন্দ হিসেবে পররাস্ট্র ক্যাডার লাভ করে মেধা তালিকায় প্রথম হওয়ার বিষয়টি জানিয়েছেন- তার বাবা ফজলুল হক মোল্লা।
এতক্ষণ যার কথা বলছি- তিনি ডা. সুবর্ণ শামীম আলো। হোমনা উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লার ছোট মেয়ে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে এফসিপিএস (শিশু) ও এমডি (শিশু) করছেন। তার অভূতপূর্ব সাফল্যে মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন- বাবা-মাসহ বড় বোন টিউলিপ কিন্ডরকার্টেনের অধ্যক্ষ হাসনা হেনা, ভগ্নিপতি প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, মেজো বোন কলেজ শিক্ষক সাঈদা আক্তার, ভগ্নিপতি ডা. মো. শহিদুল্লাহ ও ছোট ভাই ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত এমবিএর ছাত্র মো. নাজমুল হক।

আর পড়তে পারেন