শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হোটেল নুরজাহান এবং ছন্দুতে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২০
news-image

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় দুই হোটেল নুরজাহান এবং ছন্দুতে বৃহস্পতিবার ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। অভিযানে ছিলেন ভোক্তা অধিকারের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন, হোটেল নুরজাহনে ফ্রিজে পাঁচা মাংস পাওয়া যায় এবং ছন্দুতে অপরিচন্ন স্থানে খাবার পরিবেশন করার কারনে ৫০ হাজার টাকা করে দুই হোটেলকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম বলেন, আমাদের এই অভিযান পরিচালনা চলমান থাকবে। খাদ্য অনিয়ম থাকলে আইনি বেবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন