শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হেফাজত তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী হেফাজত তাণ্ডবের ঘটনায় আরও ৩০ জন হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া ৫৪ মামলায় ২৩৭ জনকে গ্রেফতার করা হলো।

জেলা পুলিশের বিশেষ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হেফাজতের তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি মামলা হয়েছে। মামলাগুলোতে এজাহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাত আসামি ৩৫ হাজার।

২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চলায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

আর পড়তে পারেন