বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হেঁচকি ওঠার কারন….

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০১৮
news-image
 

ডেস্ক রিপোর্ট :

হেঁচকি কেউই বোধয় পছন্দ করে না। অনেকের কাছেই এটা বিরক্তকর। কেউ কেউ তার পাশের কাউকে হেঁচকি দিতে দেখলে আবার নিজেই বিরক্তবোধ করে। তবে এই হেঁচকি নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। কেউ কেউ বলে থাকেন মিথ্যা বলছো তাই এভাবে হেঁচকি আসছে বারবার। কিন্তু এই হেঁচকি নিয়ে বিজ্ঞানীরা কী বলছেন সেটা তো অবশ্যই জানার প্রয়োজন।

গবেষণায় বিজ্ঞানীরা কিন্তু এমনটা কোনো প্রমাণ পাননি। মানুষের পাকস্থলী ও ফুসফুসের মধ্যবর্তী স্থানে একটি পাতলা পর্দা থাকে। শ্বাস নেওয়ার সময় পর্দাটি নিচের দিকে নেমে যায় এবং পাকস্থলীকে চাপ দেয়, ফলে ফুসফুসে বাতাস ঢুকতে পারে। শ্বাস ছাড়ার সময় পর্দাটি উপরের দিকে উঠে আসে এবং ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যায়। এভাবে পর্দাটি নিঃশব্দে ওঠা-নামার মধ্য দিয়ে মানুষের শ্বাস-প্রশ্বাস চলতে থাকে।

মাঝে মধ্যে পাকস্থলীতে গ্যাস বা এসিডের পরিমাণ বেড়ে গেলে পর্দাটিতে অস্বস্তি ও যন্ত্রণা সৃষ্টি হয়। ফলে পর্দাটি সংকুচিত হয়ে পড়ে এবং ফুসফুসে বাতাস চলচলে বাধা সৃষ্টি হয়। তখন সেখান থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসে, এটাকেই আমরা হেঁচকি বলি। হেঁচকির মাধ্যমে পাকস্থলী থেকে গ্যাস কিংবা অবাঞ্ছিত খাদ্যবস্তুকে বের করে শ্বাস-প্রশ্বাসকে বাধাহীন রাখতে চায় মানবদেহ।

হেঁচকি শুরু হলে তা কিছুক্ষণ পর একা একাই ঠিক হয়ে যাওয়ার কথা। এটি কোনো রোগ নয়, তাই এটা থামানোর জন্য কোনো ওষুধের দরকার নেই। তবে অনেকসময় বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হেঁচকি আসতে পারে।

আর পড়তে পারেন