শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হারল টাইগাররা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

শেষের দিককার বাজে বোলিং, বাজে ফিল্ডিংয়ের কারণে হারই হলো টাইগারদের। শেষ ওভারেও মাশরাফির বলে ফাহিম আশরাফের ক্যাচ ছাড়লেন মেহেদী হাসান মিরাজ।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বার্মিংহামে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৪১ রান করে টাইগাররা। এরপর ৩৪২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর আস্তে আস্তে তারা বিপর্যয় কাটিয়ে উঠে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান। ক্রিজে অপরাজিত আছেন শোয়েব মালিক (৪৯) ও সরফরাজ আহমেদ (০)।

বাংলাদেশের হয়ে মাশরাফি, শফিউল, সাকিব ও তাসকিন একটি করে উইকেট লাভ করেছেন। টাইগারদের জয়ের জন্য প্রয়োজন সাত উইকেট।
আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে  টাইগাররা। দলীয় ২৭ রানের সময় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে আসেন আরেক ওপেনার তামিম ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।

দলীয় বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ইনিংসটি তামিম ইকবালের ব্যাট থেকে আসে। ৯৩ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬ এবং সাকিব আল হাসান ১৯ রানে আউট হয়েছেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ খান। হাসান আলী ও সাদাব খান ২টি করে উইকেট নেন।

জাতীয় দলের হয়ে প্রথমবার খেলতে নামা ফাহিমই পাকিস্তানের জয়ের নায়ক।

আর পড়তে পারেন