বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০১৮
news-image

সুজন দাস, হাজীগঞ্জ ঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে স্থানীয় বধুয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী খায়রুল আলম পারভেজ।

কেন্দ্রীয় যুব সংহতির প্রাদেশীক সম্পাদক জিয়াউর রহমান বিপুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনে জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ এমরান হোসেন মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম খুশু।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এভিম নুরুজ্জামান ও ফারুক হোসেন, জেলা যুগ্ম আহবায়ক প্রফেসার শফিউল আলম শাহজাহান, শাহদাত হোসেন মানিক, কেন্দ্রীয় মৎস্যজীবি পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, হাজীগঞ্জ উপজেলা জাতিয় পার্টির সদস্য সচিব মির্জা গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা জাতিয় পার্টির সদস্য সচিব মাইনুদ্দিন, শাহরাস্তি উপজেলা জাতিয় পার্টির সদস্য সচিব শাহজালাল, চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা আব্দুল মান্নান মাল।
স্থানীয় জাপা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আবু জাফর মেম্বার, আব্দুস সাত্তার, যুব সংহতি নেতা শেখ ফরহাদ হোসেন দুলাল, মহিলা নেত্রী মমতাজ বেগম, জেলা ছাত্র সমাজের আহবায়ক সোহরাব হোসেন মিজি, সদস্য ফারুক হোসেন অভি, গাজী মহিন উদ্দিন প্রমূখ।

বক্তব্য শেষে প্রধান অতিথি আলহাজ¦ এমরান হোসেন মিয়া হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির কার্যকরি কমিটি ঘোষণা করেন। এতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হলেন কাজী খায়রুল আলম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান বিপুল, সাধারন সম্পাদক আলহাজ¦ মির্জা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সম্পাদক শেখ ফরহাদ হোসেন দুলাল।

পৌর জাতীয় পার্টির সভাপতি হলেন হাজী আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. মোরশেদ আলম, আবিদ মেম্বার ও বাবুল মিয়া, সাধারন সম্পাদক মো. আবুল কালাম। উভয় কার্যকরি কমিটির নবাগত নেতৃবৃন্দকে আগামি ৭ কার্য-দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি। এ সময় জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন