শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাজীগঞ্জে হরিনামযজ্ঞ উৎসব পরিদর্শন করলেন ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৮
news-image

সুজন দাস, হাজীগঞ্জঃ
হাজীগঞ্জে ৫দিন ব্যাপি হরিনামযজ্ঞ উৎসবের ৩য় দিনে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া এবং উপজেলা পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মজুমদার।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল থেকে আরম্ভ হয়ে সোমবার রাত শেষে পর্যন্ত ৫ দিন ব্যাপি অনুষ্ঠান শেষ হবে। এবার ৪৪ তম বার্ষিক ভুবনমঙ্গল হরিনামযজ্ঞ মহোৎসব। সনাতন ধর্মের হাজার হাজার ভক্তবৃন্দ দলে দলে হাজীগঞ্জ উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে হরিনামযজ্ঞে এসে ভীড় করে। হিন্দু শাস্ত্র মতে কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় মধুর হরিনাম সংকীর্ত্তন শ্রবণ করা। সনাতন ধর্ম অনুযায়ি এই হরিনাম সংকীর্ত্তন সনাতন ধর্ম শ্রাস্ত্রের সার সিদ্ধান্ত। হরিনাম সংকীর্ত্তনে ৬টি দল নাম সুধা পরিবেশন করছেন। অনুষ্ঠানের ৩য় দিনে রাত ৮ঘটিকার সময হাজীগঞ্জ শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ন জিউর আখড়ায় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, থানা অফিসার ইনর্চাজ জাবেদুল ইসলাম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা: আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক হায়দার পাভেজ সুজন।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও হরিনামযজ্ঞ অনুষ্ঠানের সদস্য রোট. রহিদাস বনিক, সাধারণ সম্পাদক ও হরিনামযজ্ঞ অনুষ্ঠানের সদস্য সমীর লাল দত্ত । হাজীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপণ কুমার পাল, সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, হিন্দু সম্পাদায়ের বহু ভক্ত বৃন্দ উপস্থিতি ছিলেন। হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উক্ত অনুষ্ঠানের সদস্য দিলিপ চন্দ্র সাহা, হরিনামযজ্ঞ অনুষ্ঠানের সদস্য সঞ্জয় কর্মকার, সঞ্জয় লোধ। আরো উপস্থিত ছিলেন সুশীল সাহা, অপন কুমার সাহা, প্রবীর কুমার ফটিক সাহা, নারায়ন চন্দ্র মন্ডল, খেলু সাহা, রাজন সাহা, অজয় সরকার, উত্তম সরকার, বাবুল কর্মকার, এ্যাড সুমন দেবসাথ, শ্যামল সাহা, সুখেন্দু রায় চৌধুরী, রিপন সাহা, যুগল সাহা, চঞ্চল সাহা, রাজিব সাহা, টিটু চক্রবর্তী, সুজিত সাহা, কমল সাহা, বিধান সাহা, অনন্ত সাহা, রনা সাহাসহ প্রায় শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন