শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচর উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘণ পরিবেশে হাইমচর উপজেলা আ’লীগের উদ্যোগে, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

১৭ মার্চ সকাল ১০টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জম্ম বার্ষিকি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মাকছুদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা পেয়েছি লাল সবুজের জাতীয় পতাকা। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদেরকে যে আদর্শ শিখিয়ে গেছেন এবং দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা পালন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহসভাপতি কাউছার মিয়াজি, এমএ বাশার, যুগ্ন সম্পাদক লোকমান হোসেন মাষ্টার, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আমিন মাষ্টার, ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার, আলগী দক্ষিন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আলি আহমেদ দেওয়ান, উত্তর আলগী ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাচচু খান, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী।

আর পড়তে পারেন