শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে শিশু ও নারী উন্নয়নে সচেতনমুলক জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২১, ২০১৮
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর ঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনমুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার আদর্শ শিশু নিকেতন জুনিঃ হাইস্কুল ও সানরাইজ কিন্ডার গার্ডেনে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক ও আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শন।

২১ মে হাইমচর বেলা ১২টায় উপজেলার আদর্শ শিশু নিকেতন জুনিঃ হাইস্কুল অনুষ্ঠিত উঠান বৈঠকে বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ লতিফের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ ফালগুনী মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক, সাংবাদিক ও হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক বিএম ইসমাইল, অভিভাবক ও সাবেক ইউপি সদস্য, অভিভাবক কাকলী রানী, রোকেয়া সুলতান মোঃ মাসুদ। তার পূর্বে হাইমচর উপজেলা হাওলাদার বাজারের সানরাইজ মডেল একাডেমীতে উঠান বৈঠকে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও ডাঃ সংগ্রাম মজুমদারের পরিচালনায় জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন, অবসর প্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ এনায়েত উল্লা, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, অভিভাবক হাসিনা বেগম, আঃ রহমান প্রমূখ। উঠান বৈঠকে বক্তারা সরকারে বিভিন্ন উন্নয়নে অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং শিশু ও নারী উন্নয়নে সচেতনমুলক বক্তব্যে মধ্যে ছিল প্রাথমিক শিক্ষা, নারী ও শিশু অধিকার ও নিরাপত্তা, শিশু পানিতে ডুবা প্রতিরো, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশু ও নারী নির্যাতন রোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্য বিবাহ রোধ, সামাজিক নরিাপত্তা ইত্যাদি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আর পড়তে পারেন