শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে রান্নার ঘরে আগুন, অল্পের জন্য বেঁচে গেল কয়েকটি পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ

হাইমচর উপজেলার পূর্বচর কৃঞ্চপুর গ্রামে প্রবাসী  মোঃ সৈয়দ আহম্মদ চৌকিদারের বসতবাড়ির রান্নার আগুন লাগলে অল্পের জন্য বেঁচে গেল কয়েকটি পরিবার।

২৮ জানুয়ারী দুপূর ১টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার সংলগ্ন গ্রামের বসতবাড়ির  রান্নার ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত ঘটে। আগুন লাগার সংবাদ পেয়ে হাইমচর উপজেলা ফার্য়ার সার্ভিস অফিসে স্টেশন কমান্ডার মীর আমির হোসেন নেতৃ প্রায় ১ ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্তন আনেন।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায় সৈয়দ আহম্মেদের স্ত্রী শাহিনা রান্না শেষে ঘরে ফিরলে তার কিছুক্ষন পর আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস অফিসে সহযোগিতা না থাকলে আশে পাশে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হত।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর আমির হোসেন জানান আমাদের কে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থল এসে আগুন নিয়ন্তন করা হয়। একটু দেরি হলে যে কোন দূঃঘটনা ঘটে যেতে পারতো। মহিলাদের অসাবধনতার কারনে এ ধরনে ঘটনা ঘটে।

আর পড়তে পারেন