বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে মেঘনায় ২ মাসের অভিযান|| ৬ লক্ষ ৫২ হাজার মিটার জাল, ১৮ জন জেলে আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০১৮
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর ঃ

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইলিশ প্রজলন রক্ষার্থে মেঘনায় ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাসে হাইমচর উপজেলা নীলকমল নৌ-পুলিশ ফাড়ির আইসি মোঃ আঃ রহমান সঙ্গি ফোর্স প্রতিদিন প্রতিকুল পরিবেশে অভিযান পরিচালনায় করে ৬ লক্ষ ৫২ হাজার মিটার কারেন্ট জাল, ১৮ জন জেলে, ১৫টি নৌকা জব্দ করেছে এবং প্রচুর পরিমান ঝাটকা আটক করেছে।

হাইমচর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা ট্র্ন্সা ফোর্স মেঘনায় অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাড়ির আইসি আঃ রহমান জানান, হাইমচরে মেঘনায় আমার ফোর্স প্রতিদিন অভিযান পরিচালনা করেছে। জাতীয় সম্পদ রক্ষায় আমাদের নৌ-পুলিশ সর্বদা তদপর রয়েছে। এ বছরে ন্যায় আগামীতে আমরা আরও ব্যাপক হারে অভিযান করব যাতে করে কোন জেলে নদীতে মাছ ধরতে না পারে।

আর পড়তে পারেন