শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে মেঘনায় মালবাহী জাহাজ ডুবিতে আহত ২

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০১৮
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর :

চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি সংলগ্ন মেঘনায় মালবাহী জাহাজে জাহাজে সংঘর্ষে এমভি মিলেনিয়াম ক্লিংকার বোঝায় জাহাজ নদীতে ডুবে যায়। এ ঘটনায় ২ শ্রমিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের হাইমচরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গত ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় হাইমচর উপজেলার কাটাখালী সংলগ্ন মেঘনায়
এমভি শাফাতুল হক- ২ জাহাজের সাথে সংঘর্ষে ১ হাজার মেঃটন ক্লিংকার বোঝাই মিলেনিয়াম নামক জাহাজ ডুবে গেছে। এমভি ওশান লাইট নামক আরেকটি জাহাজ দুঃঘটনার কবলে পড়া জাহাজের ১২ জন শ্রমিককে উদ্ধার করেছে ।

জাহাজ মাষ্টার শাসুলহক জানান, বৃহস্পতিবার রাত ২টায় চট্টগ্রাম থেকে ১ হাজার টন ক্লিংকার নিয়ে নারায়নগঞ্জ যাওয়ার পথে শুক্রবার সন্ধা ৭টায় কাটাখালি জাহাজ চলাচল চ্যানেল এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা এমভি শাফাতুল হক ২ আমাদের জাহাজটিকে ধাক্কা দিলে তৎক্ষনিক জাহাজটি ডুবে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া জাহাজ এমভি ওশান লাইট আমাদের ১২ ক্রদের উদ্ধার করেন। আমাদের লাস্কর নুরন্নবী ও বাবুর্চি নয়ন আহত হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় জানান , জাহাজ ডুবির সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া এমভি মিলেনিয়ামে থাকা ১২ জাহাজ ক্রুদের উদ্ধার করি। আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। জাহাজ ডুবির ঘটনায় কোন নিখোজ নেই।
এরিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ কাজ করছে বলে জানাগেছে।

আর পড়তে পারেন