মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে পরিবার পরিকল্পনা বিভাগের র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৮
news-image

বিএম ইসমাইলঃ
পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের র‌্যালী, আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। র‌্যালীটি আলগীবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরি কল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও ইউএপপিএ তন্ময় বনিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডা. পিয়াংকা, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি মৎস্য অফিসার মো. মাহবুব রশিদ। সভা শেষে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ট পরিবার কল্যান সহকারিদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন