শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইমচরে আশা’র উদ্যোগে ২ দিন ব্যাপী শিক্ষা সেবিকাদের প্রশিক্ষন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০১৮


বিএম ইসমাইল:

আশা’’ হাইমচর ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন কর্মসূচির আওয়তায় শিক্ষা সেবিকাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ জানুয়ারি সকাল ১০টায় আশা অফিস রুমে প্রশিক্ষন কর্মসূচিতে আশা’’ হাইমচর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আল হোসাইনের সভাপতিত্বে ও শিক্ষা সুপার ভাইজার মোঃ মাহবুব আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা’’ ফরিদগঞ্জ অঞ্চলের ম্যানেজার মোঃ কালা মিয়া। প্রধান প্রশিক্ষক আশা’’ হাইমচর ব্রাঞ্চের পি টি আই ইনিস্টেক্টর মোঃ বোরহান উদ্দিন বলেন, আশা’’ একটি বৃহত্তর এনজিও প্রতিষ্ঠান। তাদের ঋনদানের পাশাপাশি আশা’’ প্রাথমিক শিক্ষা শক্তিশালী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে সরকারকে সহযোগীতা করে আসছে।

উল্লেখ্যযে ২০১৪ সালের মার্চ মাস থেকে আশা’’ হাইমচর ব্রাঞ্চ এ প্রোগ্রামটি চালু করেন। এতে ১৫জন শিক্ষক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

আর পড়তে পারেন