শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইচরে ৪ দফা দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতী পালন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০১৮
news-image

বিএম ইসমাইল:
বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে ৪দফা দাবী বাস্তাবায়নের লক্ষে স্বাস্থ্য সহকারিদের লাগাতার কর্মবিরতী পালন করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে পালিত হওয়া এ কর্মবিরতীতে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্য বিভাগের সকল উন্নয়ন স্বাস্থ্য সহকারিদের মাধ্যমে অর্জিত হয়েছে। তারা বলেন ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আমাদের ৪দফা দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এগুলো বাস্তবায়ন না হওয়ায় আমরা চরম বৈসম্যের শিকার হয়েছি। দাবী গুলো হলো বেতন স্কেলসহ টেকনিকেল পদমর্যাদা প্রদান, ভ্রমন ও ঝুকি ভাতা মূল বেতনের ৩০% প্রদান, প্রতি ৬হাজার জনগোষ্টীর জন্য একজন স্বাস্থ্য সহকারি নিয়োগ ও ১০% পোষ্য কোঠা প্রবর্তন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, হাইমচর উপজেলা সভাপতি মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য সহকারি মোহাম্মদ উল্লাহ, রকিবুল হাসান, শাহআলম তুহিন, ফখরুদ্দিনসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারি বৃন্দ।

আর পড়তে পারেন