শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনায় ১২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরপারে শিক্ষার্থী রনি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের মেধাবী ছাত্র মো: জাহিদুল ইসলাম রনি এ বছর ওই কলেজের মানবিক বিভাগ থেকে এইচ এস সি পরীক্ষা অংশগ্রহন করে। গত ৯মে সর্বশেষ কৃষি শিক্ষা পরীক্ষা সম্পন্ন করে কলেজের হোস্টেল থেকে শিক্ষক, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার পথে চলমান সি এন জি থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। আহত জাহিদুল ইসলাম রনিকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হসপিটালে প্রেরণ করে। আহত রনি ১২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকাল ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহতের কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ ও তার মামা ইব্রাহিম জানান, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের মানবিক বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম রনি। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় সোনার বাংলা কলেজ থেকে তিনি নিয়মিত পরীক্ষা দিয়েছেন। গত মে ছিল মেধাবী ছাত্র রনির শেষ পরীক্ষা কৃষি শিক্ষা। পরীক্ষা শেষ করে রনি তার কলেজের হোস্টেল থেকে বের হয়ে কলেজের শিক্ষক-বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার পথে সিএনজি যোগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর-নিমসার সড়কে সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হসপিটালে প্রেরণ করে। তার অবস্থা আরো আশংকা জনক হওয়ার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রনির পিতা মো: লাল মিয়া পেশায় একজন দরিদ্র ভ্যান চালক। তিনি বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে একটি বেকারীর ভ্যান চালাতেন। তিনি ১০-১৫বছর পূর্বে তার পরিবার নিয়ে আবিদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। রনি স্থানীয় আবিদপুর স্কুল এন্ড কলেজ থেকে ভালো ফলাফল করে সোনার বাংলা কলেজে ভর্তি হয়। নিহত রনির দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। আবিদপুর স্কুল এন্ড কলেজে ছোট ভাই রুমন দশম শ্রেণির ছাত্র, বোন ডালিয়া আক্তার অষ্টম শ্রেণির ছাত্রী। দরিদ্র রনির পিতা লাল মিয়ার পক্ষে চিকিৎসার ব্যয় ভার বহন করার মতো সামর্থ ছিল না। সোনার বাংলা কলেজসহ এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার সর্বশ্রেণির লোকজন তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসলেও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে কিংবা বাচাঁতে পারলো না। অবশেষে ১২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ক্লান্ত হয়ে গতকাল রোববার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিরদিনের মতো মৃত্যুর কাছে হেরে গেল রনি। তার মৃত্যুতে সোনার বাংলা কলেজ, আবিদপুর স্কুল এন্ড কলেজ এবং তার পরিবারের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। রোববার দুপুর ২টায় নিহত রনির ভাড়া বাসার এলাকা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের আবিদপুর স্কুল এন্ড কলেজে প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা রনির জন্মস্থান বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের পৌনাউর গ্রামের ইউনিয়ন পরিষদের মাঠে বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আর পড়তে পারেন