শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়কের উপর টমছমব্রীজ কাঁচাবাজার, যেন মানুষের জন্য এক অভিশাপ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০১৭
news-image

 

আরিফ আজগরঃ

কুমিল্লা মহানগরীর টমছমব্রীজে সড়কের উপর গড়ে উঠা কাঁচাবাজার যেন মানুষের জন্য এক অভিশাপ ।টমছমব্রীজ থেকে কোটবাড়ি সড়কের উপর গড়ে উঠা কাঁচাবাজারটি নিম্নমানের বাজারের মধ্যে অন্যতম, যেখানে ময়লা আবর্জনা নিষ্কাশনে নিয়ম মানছে না বাজারের সবজি, ব্রয়লার, এবং মাংস ব্যবসায়ীরা, যা মানুষের জন্য খুব ই দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে- নগরীর দৌলতপুর, গোবিন্দপুর, শাকতলা, ধর্মপুর এবং কোটবাড়িমুখী দৈনিক প্রায় ২০-৩০ হাজার মানুষের চলাচল এই সড়কটিতে। এমনিতেই চলতি বর্ষায় সড়কের বেহাল দশা হওয়ায় যাত্রীদের দুর্ভোগের কমতি নেই, তার উপর বাজারে আগন্তুক শত মানুষের উপচা ভিড়ে ক্রমশ লেগে থাকে যানজট। তবুও কিছুটা কমই ছিল জনসাধারণের ভাগ্যে যদি, কাঁচাবাজারে বর্জ্যের বিষাক্ত গন্ধ না থাকতো। তরি তরকারির পঁচা অংশ, ব্রয়লারের বিষ্ঠা এবং ড্রেসিংয়ে বের হওয়া নাড়িভুঁড়ির পঁচা গন্ধে যেন অতিষ্ঠ ওই সড়কের চলাচল করা মানুষদের জন্য। পথচারী এবং স্থানীয় কয়েকজন খুব ক্রুদ্ধতার স্বরে জানান- আমরা যেন এই এলাকায় বসবাস গড়ে পাপ করেছি তাই আমাদের জন্য এই শাস্তি, কুমিল্লা শহরে অসংখ্য বাজার আছে যাদের কোনোটিতেই এমন দুর্গন্ধ নেই। কতৃপক্ষের কোনো সু নজর না থাকায় টমছমব্রীজ কাঁচাবাজারের দুর্গন্ধ আর যানজট দিনদিন বেড়েই চলেছে। তাই দুর্গন্ধ আর যানজটের নোংরা কবল থেকে মানুষকে বাঁচাতে কর্তৃপক্ষের সু নজর কামনা করেন ওই এলাকার মানুষজন।

আর পড়তে পারেন