শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মৃতিটুকু থাক অন্তরে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০২১
news-image

এ কে সরকার শাওন:

সুজনের সখী দেবা’র পারু
হারালো করোনার স্রোতে!
ভক্তকূলের স্তব্ধ হৃদয়,
সবার দর্পচূর্ণ অশ্রুতে!

অভিমানী মিষ্টি মেয়ে
আর বলবে না মধুর স্বরে!
অনেক সাধের ময়না সে
চলে গেছে খাঁচা ছেড়ে!

সারেং বউয়ের বধু বিদায়ে
জয় হলো করোনার!
কত যে মিনতি আরাধনা
শত চিকিৎসা হলো অসার!

তাঁর শোকে আকাশ কাঁদছে
ঝরছে অঝোর ধারায়!
নিরব নিশ্চুপ আমার জন্মভূমি
করুণ সুরের ছোঁয়ায়!

নীল আকাশের নীচে
সে তিতাসের মত বাহমান!
ঢেউয়ের পরে ঢেউয়ের আবির্ভাবে
আপন-পরে যে চির অম্লান!

টোলপড়া মিষ্টি মুখের
দারুণ ভুবনমোহিনী হাসি!
শ্যামল বাংলায় ঘরে ঘরে
তাঁর মুখাবয়ব উঠবে ভাসি!

‘সুতরাং ’ আহ ছাড়ো
কেউ দেখে ফেলবে।’
এমন যাদুকরী সংলাপে
সে রবে নিরবে সরবে!

আমাদের সন্তান নয়ন মনি
মিনা পাল কবরীর পরিচয়!
চাঁটগায়ের সোনালী আকাশে
আসাধারণ মেয়ে সে নিশ্চয়!

সাত ভাইয়ের চম্পা,
অরুন বরুনের কিরণমালা;
রূপালী পর্দার মহারাণী
সে চিরায়ত গ্রাম্য বালা!

মেঘের কোলে রোদ, অবাক পৃথিবী
‘কাঁচ কাঁটা হীরা’ তাঁর;
সোনালী আকাশে চির উলম্ব
আঁকাবাঁকা অধিকার!

বিনিময়, আপন পর, জলছবি,
লালন ফকির, আরাধনায়;
মাসুদরানা, রংবাজ, বেঈমানে
সে রবে সুস্থ ছবি বাহানায়!

তাঁর দ্বীপ নিভে নাই,
সে রবে ময়না পারুলের সংসারে;
দিন যায় কথা থাকে,
স্মৃতিটুকু থাক অন্তরে!

  • কবিতাঃ স্মৃতিটুকু থাক অন্তরে
    কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
    এ কে সরকার শাওন

আর পড়তে পারেন