শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে চান্দিনায় ট্রাকের চাপাঁয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম/মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের চাপাঁয় মাহমুদা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আধাঘন্টার মত সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।দুঘর্টনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল পৌণে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুলের অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গ্যাস সিলিন্ডারবাহি ট্রাকের চাপাঁয় শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তবে মহাসড়ক থেকে সরে গেলেও কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন আহমেদ মজুমদার জানান, মহাসড়ক থেকে শিক্ষার্থীরা চলে গেছে। যান চলাচল স্বাভাবিক।

আর পড়তে পারেন