শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলের ক্লাসে বসে ক্লাস করলেন কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৬, ২০১৮
news-image

সেলিম সজীবঃ

কুমিল্লায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর নির্দেশে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের শিক্ষার মানোন্নয়নকল্পে সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাথে বসে ক্লাস করেন এবং ক্লাসের মান যাচাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট গনিতসহ বিভিন্ন বিষয় আলোচনাপূর্বক ক্লাসের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করেন।

এ ঘটনা এটাই প্রথম নয়। কুমিল্লা জেলা প্রশাসক যোগদানের কয়েক মাসের মধ্যে এ পর্যন্ত দুইশত এর বেশী স্কুল পরিদর্শন করেন, বিভিন্ন স্কুলে বসে ক্লাস করেন এবং নৈতিকতা ও ইংরেজি বিষয়ে ক্লাস নেন। বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সচেতনতা সৃষ্টির জন্য ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

এ পর্যন্ত আকস্মিক স্কুল পরিদর্শন করে অনুপস্থিত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।

আর পড়তে পারেন