শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদ আরব রিয়াদ দূতাবাসের কর্মকর্তা কুমিল্লার মামুনুর রশিদ করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৬, ২০২০
news-image

 

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ

সৌদি আরব রিয়াদ দুতাবাসের আইন সহায়তাকারী কর্মকর্তা মামুনুর রশিদের করোনা পজিটিভ বলে জানা গেছে।তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

মামুনুর রশিদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।মামুনুর রশিদ তার স্ত্রী,২টি সন্তান সহ পরিবার নিয়ে সৌদি আরবে থাকেন।

করোনার এ মহামারীর সময়ে প্রবাসীদের সহায়তার জন্য নিরলসভাবে সেবা প্রদান করে আসছিলেন তিনি।প্রবাসীদের কল্যাণে কখনো ছুটে গেছেন হসপিটালে কখনো মর্গে আবার কখনো থানাতে।প্রতিদিনি অনলাইনে এক্টিভ থেকে সচেতন করতেন এবং প্রবাসীদের নিকট নতুন খবরা খবর তিনি পৌঁছে দিতেন।যে কোনো বিষয়ে তথ্য জানতে বা পরামর্শের জন্য ফোন বা মেসেজ দিলে হাস্যে উজ্জল মুখে উত্তর জানাতেন কখনো অলসতা দেখায়নি। তার এমন বেদনা দায়ক খবরে মর্মাহত শুভাকাংখীসহ প্রবাসীরা।অনেকে ফেসবুকে পোষ্টের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।মামুনুর রশিদ তার নিজের এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন সবার নিকট।

আর পড়তে পারেন