শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি থেকে ছুটিতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হলে রিনিউ হবেনা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০২০
news-image

 

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরব থেকেঃ

মহামারী করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই সৌদি সরকারের পক্ষ থেকে নতুন নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

আজ নতুন এক সিদ্ধান্তে সৌদি জাওয়াযাত থেকে জরুরী বৈঠকে জানানো হয়েছে, সৌদি আরব থেকে বিশ্বের ভিবিন্ন দেশের প্রভাসীরা যারা নিজ নিজ দেশে ছুটিতে রয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে রিনিউ হবেনা।এ ঘোষণার পর ছুটিতে থাকা প্রবাসীদের সৌদি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর আগে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর থেকে ঘোষণা দেয়া হয়েছিল করোনার ভাইরাস স্বাভাবিক পরিস্থিতিতে না আসা পর্যন্ত ছুটিতে থাকা প্রবাসীরা কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেনা।তবে সংবাদটিতে প্রবাসীরা তাদের আকামার মেয়াদ শেষ হলে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে কি ভাবে পূনরায় সৌদি আরবে প্রবেশ করবে তার বিষয়ে সুনির্দিষ্ট কোন সংবাদ এখনো আসেনি ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে কোন সু সংবাদ পাওয়া যাবে।

আর পড়তে পারেন