শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ঈদুল ফিতরের ২৪ ঘন্টার কারফিউতে যে সকল কার্যক্রম চলবে

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০২০
news-image

 

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ

চীন থেকে উৎপত্তি করোনার এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে পবিত্র দেশ সৌদি আরবেও। করোনা আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির দিক থেকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতেই প্রকোপ ব্যাপক। প্রতিদিন আক্রন্ত হচ্ছে হাজার হাজার মানুষ।

করোনার প্রকোপ ঠেকাতে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের বন্ধের মধ্যে ঘোষণা করা হয়েছে ২৪ ঘন্টার কারফিউ।এ কারফিউ ২৩ তারিখ শনিবার থেকে শুরু করে আগামী ২৭ তারিখ বুধবার পর্যন্ত বলবৎ থাকবে।

কারফিউ চলাকালিন সময়ে যে সকল প্রতিষ্ঠান খোলা রাখা যাবে জরুরী বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে সে বিষয়ে।
বিশ্বস্ত সুত্র জানায়, কারফিউ চলাকালিন ২৪ ঘন্টাই খোলা থাকতে পারবে: বাক্কালা, তামউইনাত, সুপারশপ, মাহাত্তা/ ফিলিং স্ট্যাশন।

সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকতে পারবে: খুদার/ শাকসবজি ও ফলমূলের দোকান, দাজাজ/ মুরগী বিক্রির দোকান, গোশতের দোকান। সিয়ানা মানজিলিয়া/ গৃহ মেরামত কারী প্রতিষ্ঠান, গ্যাস এর দোকান, মাহাত্তার ভেতরের গাড়ী মেরামতের দোকান।

এ ছাড়াও সকাল ছয়টা থেকে রাত দশ টা পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্টসমূহ।
তবে এসকল কার্যক্রম অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত করতে হতে হবে।

আর পড়তে পারেন