শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে আটকে থাকা কুমিল্লা দেবিদ্বারের ২২ জন ওমরা হজ্বযাত্রী দেশে পৌছেছেন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২০
news-image

 

মোঃ জামাল উদিন দুলাল ঃ
১৫ এপ্রিল বুধবার রাতে সৌদি আরবে আটকে থাকা কুমিল্লা দেবিদ্বারের ২২ জন ওমরা হজ্বযাত্রী দেশে পৌছেছেন।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া ১৩২ জন ওমরাহ হজ যাত্রী ও অবৈধ ২৩৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বুধবার ১৫ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (ঝঠ ৩৮০৬) জেদ্দা থেকে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এদের মধ্যে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৯ জন পুরুষ,১১জন মহিলা ও ২ জন শিশু সহ মোট ২২ জন ওমরা হজ্বযাত্রী রয়েছেন।এই বিশেষ ফ্লাইটে অবৈধ হয়ে যাওয়া ৩২ জন মহিলা কর্মীও রয়েছেন।

বিশেষ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি। তবে দেশে ফিরে এলেও তাদের ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।

আর পড়তে পারেন