বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবের মদিনায় আরো এক বাংলাদেশীর মৃত্যু,নতুন আক্রান্ত ১১০ জন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ

সৌদি আরবের মদিনায় মুহাম্মদ হাসান (৩৮)নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মৃত হাসান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লুবের পাড়া গ্রামের আলহাজ্ব লিয়াকত আলী পুত্র। সে মদিনার তাইবা মার্কাটে চাকুরী করতো।

নিহত হাসানের ছোট ভাই হেলাল উদ্দিন জানায়,করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সৌদি সরকার কারফিউ জারী করার পর গত কয়েকদিন তিনি  মদিনা মানোয়ার থেকে দূরে মাজরায় ক্ষেতের খামারে এক বন্ধুর কাছে বেড়াতে যান সেখানে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হসপিটালে ভর্তির তিন দিন পর করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ হলে  সৌদি সরকারের নিবিড় পর্যবেক্ষণে থেকে আজ ৩১ শে মার্চ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মদিনার একটি সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।তবে মৃত হাসান করোনায় আক্রান্ত মারা গেছে কিনা তা হসপিটাল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু বলেনি।

এদিকে সৌদি আরবের স্বাস্থ্য  মন্ত্রনালয় জানায়, মঙ্গলবার সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১০ জন।এ নিয়ে মোট আক্রান্ত ১৫৬৩ জন।আজ নতুন করে দুই জন করোনায় মারা গিয়ে মোট মৃত্যর সংখ্যা দাড়ায় ১০ জনে এবং নতুন করে সুস্থ্য হয়েছেন ৫০ জন।