শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা: বাংলাদেশিসহ আহত ১০

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৯, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজের

সৌদি নেতৃাত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ড্রোন হামলায় বিমানবন্দরের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। ইয়েমেন থেকে উৎক্ষেপিত দুটি সশস্ত্র ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপতিত করেছে।

হামলায় ৬ সৌদি, ৩ বাংলাদেশি ও এক সুদানের নাগরিক আহত হন।

জাজান ইয়েমেনের সীমান্তবর্তী শহর। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এসব ঘটনার জন্য সৌদি সরকার হুতিদেরই দায়ী করে আসছে। অনেক সময় গোষ্ঠীর পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

আর পড়তে পারেন